জাতির জনকের সমাধিতে কোটালীপাড়া ছাত্রলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মেহেদী হাসান মুন ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

kotalipara photo(1)-05.04
জাতির জনকের সমাধিতে কোটালীপাড়া ছাত্রলীগের নবগঠিত কমিটির শ্রদ্ধাঞ্জলি

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (রফিক), কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবুল হাজরা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্নু, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস, পৌর ছাত্রলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, নবগঠিত কোটালীপাড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামির, কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক বাঁধন হাজরা তাদের সঙ্গে ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।