দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত হয়েছেন। বিজিবি সেক্টরের কর্মকর্তা মেজর রবিউল ইসলাম জানান, রোববার সকালে সাড়ে ১০টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলার আনসার ক্লাব বটতলীতে সাইকেল আরোহী বিজিবি’র দিনাজপুর সেক্টরের সিগন্যালম্যান ল্যান্সনায়েক সফিকুল ইসলামকে (২৫) যাত্রীবাহী মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নিহত শফিকুল দিনাজপুরের বিরল উপজেলার পলাশবাড়ীর মৃত আসমত আলীর পুত্র।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়।