ধনবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভায় নিরাপত্তা চান ইউপি চেয়ারম্যানরা

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী থানার ওসি (তদন্ত) হাসান মোস্তফা, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন কালু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার অলী, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মন্টু, হয়রত আলী, আরিফ বজলু, মাওঃ আফজাল হোসাইন, ইদ্রিস হোসাইন প্রমুখ।

সভায় বীরতার ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মন্টু জানান, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করেতে গিয়ে  ইউপি চেয়ারম্যানগণ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে এবং তাদের নিরাপত্তা দেয়ার দাবি জানান। তিনি আরো জানান, বীরতারা ইউনিয়নের গ্রাম পুলিশরা মাদক ব্যাবসার সাথে জড়িত। তিনি সভায় এ বিষয়ে প্রতিকার চান। এ ব্যাপারে পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলু বলেন, মাদকের সমস্যা শুধু বীরতারাতেই নয় কম বেশি সকল ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝেই রয়েছে।

অভিযোগ শুনে ভারপ্রাপ্ত ইউএনও তোফাজ্জল হোসেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওসি ধনবাড়ী থানাকে নির্দেশ প্রদান করেন। সভায় মাদক, জুয়া, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, গরুচুরি ও যেখানে সেখানে জ্বালানি বিক্রির ব্যাপরের বিস্তারিত আলোচনা হয়।