মঙ্গল ও বুধবার (৭ ও ৮ এপ্রিল) সারা দেশে দুই দিনের হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে তাদের হরতাল।
সোমবার দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই হরতালের কথা জানানো হয়। বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ হরতাল আহ্বান করেন।
অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।