রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের বদরগজ্ঞ উপজেলার এক গ্রামে দ্বিতীয় শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে শাহিন আলম নামে এক যুবক। শিশুটিকে গুরুতর অবস্থায় প্রথমে বদরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। এরপর সোমবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে। পুলিশ ধর্ষক শাহিন আলমকে গ্রেফতার করেছে।
ধর্ষণের শিকার শিশুটির স্বজন ও পুলিশ জানায়, রোববার বিকেলে চকলেট খাওয়ানোর কথা বলে প্রতিবেশী মোজাহিদুল ইসলামের ছেলে শাহিন আলম তাকে ডেকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে বদরগজ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বদরগজ্ঞ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধর্ষক শাহিন আলমকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।