রংপুরে ব্রি’র সমন্বিত কৃষি উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালা

রংপুর থেকে জয়নাল আবেদীন: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রংপুর এর উদ্যোগে সমন্বিত কৃষি উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালায় বিশেষজ্ঞ বক্তারা বলেছেন, রংপুর অঞ্চলে শীতের সময় অতিশীত খরার সময় অতিখরা এবং বন্যার সময় অতিবন্যায় কৃষকরা অর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হন। ঠান্ডা, খরা এবং বন্যা মোকাবেলা সহিষ্ণু জাত তৈরি করে কৃষি গবেষকদের মাঠ পর্যায়ে এগিয়ে আসতে হবে।

AGRECULTUR PHOTO 06.04.2015
রংপুরে ব্রি’র সমন্বিত কৃষি উৎপাদনশীলতা বিষয়ক কর্মশালা

সোমবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) রংপুর মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. নাসিরুজ্জমান। বক্তব্য রাখেন পরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রতীপ কুমার মন্ডল।
কর্মশালায় প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞানীগণ তাদের স্ব স্ব গবেষণা ফলাফল আউশ, আমন, অগ্রগতি বোরো গবেষণার উপর প্রবন্ধ উপস্থাপন করেন ।