শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে কাকলি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও চকপাঠক ক্রীড়াচক্র রানারআপ হয়েছে। দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন ও রানারআপ হওয়ায় এ দু’টি দল আগামী বছর প্রথম বিভাগে খেলবে বলে ডিএসএ কর্মকর্তারা জানিয়েছেন। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ৫ এপ্রিল রবিবার অনুষ্ঠিত লীগের ফাইনাল খেলায় কাকলি স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে চকপাঠক ক্রীড়াচক্রকে পরাজিত করে লীগ চ্যাম্পিয়ন হয়।
নির্ধারিত ৩৫ ওভারের খেলায় সকালে টস জিতে ব্যাট করতে নেমে চকপাঠক ক্রীড়াচক্র ২৮.২ ওভারে ১০৩ রানে অলআউট হয়। জবাবে কাকলি স্পোটিং ক্লাব ১৯.৫ ওভারে ১০৫ রান তুলে জয়লাভ করে। কাকলি স্পোর্টিং ক্লাবের উদ্বোধনী ব্যাটসম্যান রাব্বি ‘ম্যান অব দ্যা ফাইনাল’ এবং অধিনায়ন রাসেল ‘ম্যান অব দ্যা সিরিজ’ পুরস্কার লাভ করেন। ফাইনাল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দর আলী প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। এসময় ডিএসএ’র সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, সহ-সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে ১৯টি ক্লাব অংশগ্রহণ করে।
সংক্ষিপ্ত স্কোর: চকপাঠক ক্রীড়াচক্র-১০৩/১০, ২৮.২ ওভার, (শাহীন ১৯, বাপ্পি ১৫, অতি: ২৪, রাসেল-৩/২৪, স্বজন- ৩/২৭)। কাকলি স্পোর্টিং ক্লাব-১০৫/৪, ১৯.৫ ওভার (রেজু ২৯, রাসেল ২১, রাব্বি ১৮, অতি: ২৯, লিখন-৩/১৪), ফলাফল: কাকলি স্পোটিং ক্লাব ৬ উইকেটে জয়ী।