আট বছর পর রাজশাহীর আকাশে উড়লো বিমান

রাজশাহী থেকে কাজী শাহেদ: দীর্ঘ আট বছর পর মঙ্গলবার থেকে আবারও রাজশাহী-ঢাকা রুটে শুরু হয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচল। দীর্ঘদিন পর রাজশাহী-ঢাকা রুটে বিমান চলাচলের উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিমানের সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িয়ে আছে। বঙ্গবন্ধু বিমানের লোগো নির্ধারণ করেছিলেন। এখন বিমানের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করছেন। এখন রাজশাহী থেকে যাত্রী পরিবহন করা হচ্ছে। রাজশাহীর মানুষের সহযোগিতা পেলে শিগগিরই কার্গো বিমান চলাচল শুরু করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাংসদ ফজলে হোসেন বাদশা ও বিমানের কর্মকর্তারা।

১৯৮৪ সালে রাজশাহীর নওহাটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় শাহ্ মখদুম বিমানবন্দর। শুরু থেকেই এই বিমানবন্দর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছিল। ২০০৬ সালের মাঝামাঝি পর্যন্ত শাহ্ মখদুম বিমানবন্দর ছিল লাভজনক অবস্থানে। কিন্তু এরপর নানা কারণে বিমানের যাত্রী কমতে থাকে ফলে অন্যান্য কার্যক্রম চালু রেখে ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি রাজশাহী থেকে বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যায়।