এক যুগ পর কলাপাড়ার মহীপুর ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু: প্রায় এক যুগ পর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন নির্বাচনী তফসীল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। ৩ এপ্রিল এ তফসিল ঘোষণা করায় আনন্দিত গোটা এলাকার মানুষ। ৯ মে মহিপুর ইউনিয়নে ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নতুন জনপ্রতিনিধি নির্বাচিত করবেন ১২ হাজার ৬৫১ জন ভোটার ।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, ১২ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ১৮ এপ্রিল। প্রত্যাহার ১৮ এপ্রিল এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৯ এপ্রিল।

তিনি জানান, ২০০৩ সালে সাবেক খাপড়াভাঙ্গা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এ ইউনিয়ন ভেঙ্গে ডালবুগঞ্জ ও মহীপুর ইউনিয়ন করা হলেও সীমানা জটিলতার কারণে মহীপুর ইউনিয়নের নির্বাচন হয়নি।