গোপালগঞ্জে অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে মানববন্ধন

গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার সকালে ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের নির্যাতিত শতাধিক নারী-পুরুষ।

Gopalganj Human-Chain Photo 06.04.2015
মানববন্ধন কর্মসূচি পালন করে রাতইল ইউনিয়নের চরভাটপাড়া গ্রামের নির্যাতিত শতাধিক নারী-পুরুষ

মানববন্ধন চলাকালে ওই গ্রামের নির্যাতিত মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, গৃহবধু শাকেলা বেগম, শাহাদৎ মৃধাসহ আরো বেশ কয়েকজন গ্রামবাসী জানান, গ্রাম পুলিশ আবুল কালাম মৃধার অত্যাচারে ও নির্যাতনে এলাকার সাধারণ মানুষ বসবাস করতে পারছে না। তার অত্যাচারের প্রতিবাদ জানালে পুলিশও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে গ্রামবাসীকে জিম্মী করে রেখেছে। পুলিশের কাছে অভিযোগ করেও তারা কোনও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন।

মানববন্ধন শেষে গ্রামবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগপত্র দেওয়া হয়। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে গ্রামবাসীদেরকে আশ্বস্থ করেন।