গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে হাবিবুর রহমান: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই র্যাব সদস্য আহত হওয়ার ঘটনায় গোমস্তাপুর থানায় ১টি মামলা দায়ের করেছে র্যাব। গুরুতর আহত দুই র্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি ।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ জানান, রবিবার রাতে গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজ এলাকায় র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ৪ জন সদস্য সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবের ২ সদস্য আল ইমরান ও দূরুল ইসলাম কে কুপিয়ে গুরুত্বর আহত করে। প্রথমে তাদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে রাতেই অভিযান চালায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার এএসপি কামরুল আহসান জানান, গত রোববার রাতে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দুই র্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় র্যাব বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে।