মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: জাতীয় উদ্যান সদর (জাউস) কমিটি ও দোখলা সহব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সোমবার চুনিয়া কটেজে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মুকতাদির আজিজের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ডাঃমীর ফরহাদুল আলম মনি, এসিএফ বশিউল আলম মামুন ও আবু হাসেম প্রমুখ।
পরে জাউস সিএমসির শেখর ম্রংকে সভাপতি ও শফিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের এবং দোখলা সিএমসির ইয়াকুব আলীকে সভাপতি ও তোসাদ্দেক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যের কাউন্সিল কমিটি গঠন করা হয়।