লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার আন্দারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি সড়কের ওপর পড়ে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, গায়ে সার্ট ও পরনে লুঙ্গি পড়া এবং মুখে দাড়ি থাকা অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।