লক্ষ্মীপুরে বিএনপি-জাসদের সহস্রাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি-জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তারা নিজ নিজ দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

উপজেলার হাজিরহাট তোয়াহা স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লা আল-মামুন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এ্যাভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী, শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট আনোয়ারুল হক, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মাহাবুবুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি ফজলুল হক সবুজ, সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হিরণ, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল শাখার সহসভাপতি হেলাল উদ্দিন সুমন, জেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার চরকাদিরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবর ভূঁইয়া, ওয়ার্ড সভাপতি মিল্লাত হোসেন মেম্বার, চরমার্টিন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. ফারুক মুন্সী ও চরলরেন্স ইউনিয়ন জাসদের সহসভাপতি আবদুর রব নিজ নিজ দলের সহস্রাধিক কর্মী-সমর্থক নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।