শেরপুর থেকে রেজাউল করিম বকুল: কালবৈশাখী ঝড়ে শেরপুরের শ্রীবরদী উপজেলা বালিজুরি রেঞ্জের লাউচাপড়া বিটের বন বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার সন্ধ্যায় বয়ে যাওয়া ঝড়ে ভেঙে গেছে বন বাগানের বহু গাছপালা। এতে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন বন বাগানের অংশীদার ও লড ক্রেতারা। সোমবার সরেজমিন ঘুরে দেখা যায় ভেঙে যাওয়া গাছপালার চিত্র। এ সময় ক্ষতিগ্রস্তরা জানান তাদের ক্ষয়ক্ষতির পরিমান।
বালিজুরি রেঞ্জের লড ক্রেতাদের সভাপতি এনামূল হক, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বিপ্লব, সদস্য ফজল হক, আক্কাছ আলী, মোক্তার হোসেন, হারুন মিয়া, হায়দর আলী, আইনাল হক, মাসুদ রানা, মমিনুর রাসেলসহ উপকারভোগীরা জানান, শনিবার সন্ধ্যায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বন বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ২০০৩ সনের উডলড বাগানের ক্ষতির পরিমান অনেক বেশি। কারণ এ বাগানটি বয়সসীমা হওয়ায় বিট কর্তৃপক্ষ যথা নিয়মে বিক্রি করেছেন। এখন লড ক্রেতারা সুবিধা মতো বাগানে গাছ কাটার কাজ চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে বয়ে যায় কাল বৈশাখী ঝড়। এতে তাদের হিসাব মতে, প্রায় ৪০ভাগ গাছ ভেঙে গেছে। ভেঙে যাওয়া বৃক্ষগুলোর মধ্যে বিলজিয়াম, ক্রস বিলজিয়াম ও হাইব্রিড বিলজিয়াম গাছের সংখ্যাই বেশি। উপকারভোগীদের সভাপতি অহিরুদ্দিণ বলেন, সরকারিভাবে ঝড়ে ভেঙে যাওয়া গাছের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এবার লড ক্রেতাদের ব্যাপক ক্ষতির হিসাব গুনতে হবে।
লাউচাপড়া বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এখনও ৮৭ দশমিক ৯৭ হেক্টর জমিতে বন বাগান রয়েছে। কালবৈশাখী ঝড়ে এসব বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষয়ক্ষতির ব্যাপারে উর্ধবতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে লড ক্রেতাদের দাবি, কালবৈশাখী ঝড়ে ক্ষয়ক্ষতির ব্যাপারে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। নইলে তাদের গুনতে হবে চরম ক্ষতির হিসাব। পথে বসবে অনেক লড ক্রেতা।