দিনাজপুরের ফাজিলপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা

দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরের ফাজিলপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। “বাল্য বিবাহ আর নয়, করব মোরা বিশ্বজয়”- এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দিনাজপুরের ৩নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ এহিয়া হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসইউপিকে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনাশীপে গার্ল পাওয়ার প্রকল্পের মতবিনিময় সভায় ফাজিলপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়।

Dinajpur-07-04-15--- 22
ফাজিলপুর ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করেন জেলা প্রশাসক

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ইউনিটের ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, ৩নং ফাজিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী শাহ, এসইউপিকের নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন।

প্রকল্পের কার্যক্রম উপস্থাপনা করেন এসইউপিকের প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার। বালিকা ও যুব নারীদের পক্ষে অভিজ্ঞতা বর্ণনা করেন সানজিদা আক্তার, রঞ্জিতা আক্তার রোজি, কানিজ ফাতেমা বেগম, ডাঃ মোঃ সহিদুর আলম এবং মোঃ মাইনুল ইসলাম।