ধনবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ ২০ জন আহত

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে মধ্যে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।

ধনবাড়ী থানা পুলিশ জানায়, বুধবার সকালে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের আত্রামবাড়ী গ্রামের আলমাছ আলী গংদের সাথে একই গ্রামের মাখন মিয়া গংদের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে  সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

খবর পেয়ে ধনবাড়ী থানার এস আই প্রদীপ কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধুপুর ও ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর ৮ জন হলেন- আছমা বেগম, শিপন মিয়া, কল্পনা খাতুন, মর্জিনা বেগম, হেলাল উদ্দিন, হুমায়ুন কবির, আল-আমিন ও আঃ মান্নান।

এলাকাবাসী জানান, উপজেলার আত্রামবাড়ী গ্রামের আলমাছ আলীর সাথে ৮ শতক জমি নিয়ে একই গ্রামের মাখন মিয়া গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলতে ছিল। এই বিরোধের জের ধরেই সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ধনবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।