বরিশালে ছাত্র ইউনিয়নের ২২তম সম্মেলন

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: “রুখবো শিক্ষা বাণিজ্য-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, এসো লড়ি একসাথে-বাঁচাই মানবতা” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ২২তম সম্মেলন মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে।

1bbbb
ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ২২তম সম্মেলন

নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক, শিক্ষা ও গবেষণা সম্পাদক খিয়াম সরোয়ার জামিল, জেলা সংসদের সভাপতি অন্তর চক্রবর্তী, শ্রমিক নেতা এ্যাডভোকেট একে আজাদ, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আ.ক.মো মিজানুর রহমান সেলিম, এ্যাডভোকেট সৈয়দ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র‌্যালি বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অশ্বিনী কুমার টাউন হলে এসে মিলিত হয়ে নেতৃবৃন্দরা কাউন্সিল অধিবেশনে যোগদান করেন।