রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার, দুই ধর্ষক গ্রেফতার

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীর পুঠিয়া উপজেলার গাওপাড়া এলাকায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক সিজার ও পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে।

পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান রহমান জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে ওই ছাত্রীকে গাওপাড়া গ্রামের মালেকের ছেলে সিজার (১৮) ও বাবলুর ছেলে পলাশ (২০) বাড়ির পাশের পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ছাত্রীটি পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা মঙ্গলবার সকালে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করে। দুপুরে দুই ধর্ষককে কারাগারে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।