র‌্যালি এবং আলোচনার মধ্যদিয়ে রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রংপুর থেকে জয়নাল আবেদীন: “নিরাপদ পুষ্টিকর খাবার, সুস্থ জীবনের অঙ্গিকার” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে  বিভাগীয় নগরী রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। সকালে সিভিল সার্জন কার্যালয় চত্ত্বর থেকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: সুকুমার রায়ের নেতৃত্বে সরকারি এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্দ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

RANGPUR PHOTO 00
রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবসের বর্ণাঢ্য র‌্যালি

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সদর হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বিশ^ স্বাস্থ্য দিবস উপলক্ষে কয়েকটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয় । আলোচনা অনুষ্ঠানে  বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ সুকুমার সরকার, উপ-বিভাগীয় পরিচালক ডাঃ রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোজাম্মেল হোসেন, শাহাদত হোসেন, ডঃ: সমপিতা ঘোষ তানিয়া