লক্ষ্মীপুরে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী ডিজিটাল মেলা। দুপুর ১১টার দিকে উপজেলা সদর আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লা আল-মামুন এ মেলার উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, সহকারি কমিশনার (ভূমি) রবীন্দ্র চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আবদুল হান্নান, আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী লিটন ও আওয়ামী লীগ নেতা এম  মেজবাহ উদ্দিন প্রমুখ।

মেলায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২টি স্টল অংশ নেয়।