ইমনের আর স্কুলে যাওয়া হলো না

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মথনপুরে বুধবার সকালে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র ইমন (১৩) নিহত হয়েছে। ইমন এমএম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। সে কালীগঞ্জ উপজেলার মথনপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

এমএম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী জানান, বুধবার সকাল ৯ টার দিকে ইমন বাইসাইকেল যোগে স্কুলে আসছিল। এ সময় মথনপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।