কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও কাজীর সহায়তায় তৃতীয় শ্রেণির ছাত্রী নয়ন আক্তারের (১০) বাল্য বিয়ের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৭ই এপ্রিল) রাতে বিয়েটি সম্পন্ন হয়।
কনে নয়ন আক্তার (১০), পিতা মোসলেহ উদ্দিন, বর নুরনবী (১৪) পিতা ইউসুফ মাঝি সকলেই চর কাদিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রব বাজার এলাকার বাসিন্দা। নয়ন আক্তার চর কাদিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। বর-কনে দু’জই অপ্রাপ্ত বয়স্ক।
এ ব্যাপারে নয়ন আক্তারের বোন মারজাহান এর নিকট জানতে চাইলে তিনি জানান, ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু বিয়েতে সম্পন্ন সহযোগিতা করেন। তিনি জানান, রাজু চেয়ারম্যান বলেছেন, সাংবাদিকরা বাড়াবাড়ি করলে ঝাড়ুপেটা করে দিবি। মারজাহান আরও জানান, বিয়েটি সম্পন্ন করতে কাজীসহ প্রত্যেককে মোটা অংকের টাকা দিতে হয়েছে। কাজী আবদুর রহমান ২টি জন্মসনদ বানিয়ে দিবেন।
চর কাদিরা ইউনিয়নের কাজী আবদুর রহমান জানান, আমি রেজিস্ট্রি করি নাই তবে বিয়ে সম্পন্ন করেছি।
সংশ্লিষ্ট বিষয়ে ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তবে সাংবাদিক ঝাড়ু পেটার কথা স্বীকার করেছেন।
রব বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, নয়ন আক্তার তৃতীয় শ্রেণির ছাত্রী। হাজিরা খাতায় তার ঐ দিনের হাজিরা রয়েছে।
ওই স্কুলের প্রধান শিক্ষক নুরনবী জানান, সে আমার স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তবে বিয়ের ব্যাপারে আমি কিছু জানিনা।
বর নুরনবী এর মায়ের কাছে জানতে চাইলে তিনি কান্নাজরিত কন্ঠে বলেন, আমার ১৪ বছরের বাচ্চা ছেলেকে জোর করে গোপনে বিয়ে করিয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আওয়াল জানান, বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।