মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে মঙ্গলবার (০৭ এপ্রিল) গভীর রাত আনুমানিক ১টায় বিক্ষুব্ধ গ্রাহকরা হামলা চালিয়ে ৩ কর্মচারীকে আহত করেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কারণে কর্মকর্তা-কর্মচারীরা বুধবার অফিসের কাজকর্ম বন্ধ রেখে নিরাপদস্থানে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাছুর কাপন ও চাতলগাও এলাকার ট্রান্সমিটারের সমস্যার কারণে কিছু গ্রাহক বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ করেন। কিন্তু তাদের অভিযোগের কোনও প্রতিকার না পাওয়ায় গ্রাহকরা ক্ষুব্ধ হন। এরপর বিক্ষুদ্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিসে হামলা চালায়। বিক্ষুব্ধ গ্রাহকদের হামলায় অফিসে কর্মরত অভিযোগ শাখার কর্মচারী নাজিম উদ্দিন, মোরাদ খান ও লাইনম্যান আব্দুল মজিদ আহত হন।
আহত ৩ জনের মধ্যে মুরাদ ও মজিদকে কুলাউড়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর কর্মচারী অভিযোগ শাখার নাজিম উদ্দিন গুরুতর আহত হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে বিদ্যুৎ বিভাগ দাবি করে।
রাতে সরবরাহ কেন্দ্রে কোনও পুলিশ না থাকলেও পার্শ্ববর্তী জাতীয় গ্রিড লাইনের দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
বিদ্যুৎ অফিসে হামলার খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মৌলভীবাজার) ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শণ করেন। হামলার পর থেকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাফর উল্লাহসহ সকল কর্মকর্তা কর্মচারীরা কাজকর্ম বন্ধ রেখে নিরাপত্তাহীনতার কারণে এ রিপোর্ট লেখা পর্যন্ত গোপনস্থানে অবস্থান করছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। হরতাল অবরোধের শুরু থেকে বিদ্যুৎ অফিসে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে বিদ্যুৎ বিভাগের সিলেট অফিসের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, ইতিপূর্বেও একবার এরা কুলাউড়া অফিসে হামলা চালিয়ে নির্বাহী প্রকৌশলীর গাড়ী ভাঙচুর করে। এবার তারা বিদ্যুৎ অফিসের কর্মচারীদের উপর হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে বুধবার কোনও কাজ হয়নি। কর্মকর্তা কর্মচারীরা নিরাপদস্থানে আছে। প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বারবার হামলার ঘটনা ঘটছে।