বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: দীর্ঘ নয় বছর পর বুধবার বিকেলে বরিশালের আকাশে আবারো ডানা মেলেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ঢাকা-বরিশালের আকাশপথে বিমান চলাচল উদ্বোধন করেন। তিনি বিকেলে বিমানের প্রথম ফ্লাইটে ঢাকা থেকে বরিশালে আসেন।

দীর্ঘদিন পর বরিশালের আকাশে বিমানের ফ্লাইট চালু হওয়ায় দক্ষিণাঞ্চলবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বুধবার বিকেল চারটা ২১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিমানের ফ্লাইট যাত্রা শুরু করে । প্রথম ফ্লাইটে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন-এমপি, উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব-এমপি, এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, নুরন্নবী চৌধুরী শাওন-এমপি, শওকত হাসানুর রহমান রিমন-এমপি, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা ৪ টা ৪৭ মিনিটে বরিশাল বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় বিমান বন্দরে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ইসমত আরা সাদেক, জেবুন্নেছা আফরোজ-এমপি, এ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান-এমপি, বরিশালের ডিআইজি হুমায়ুন কবীর, পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস, জেলা প্রশাসক মোঃ শহীদুল আলমসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী জানান, উদ্বোধনীদিনে বিকেল ৫ টা ৪০ মিনিটে বরিশাল থেকে যাত্রী নিয়ে জাতীয় পতাকাবাহী বিমান আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বাংলাদেশ বিমানের বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান জানান, উদ্বোধনী দিনে ৭৪ আসনের বিমানের উভয় যাত্রার সবগুলো টিকেট বিক্রি হয়েছে। তিনি আরো জানান, প্রতি রবি ও বুধবার (ঢাকা থেকে ৪ টায় ও বরিশাল থেকে ৪ টা ৫৫ মিনিটে) সপ্তাহে দুইদিন এ ফ্লাইট চালু থাকবে। তিন শ্রেণিতে টিকিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে। টমি ক্লাস ৩ হাজার টাকা, কুইন ক্লাস সাড়ে ৩ হাজার টাকা ও সুপার ক্লাস ৪ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য গত বছরের শেষের দিকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিশর থেকে দুটি ড্যাশ-৮ কিউ ৪০০ নেক্সট জেনারেশন উড়োজাহাজ লিজ নেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করে। এরইমধ্যে উড়োজাহাজ ২টি বিমানের বহরে যুক্ত হয়েছে। মিশর থেকে লিজ নেয়া উড়োজাহাজ দুটি মাত্র ১৫০০ ঘণ্টা উড্ডয়ন করেছে। ২০১১ সালে প্রস্তুতকৃত এই দুটি উড়োজাহাজে আসন সংখ্যা ৭৪ টি। ইজিপ্ট এয়ার সম্পূর্ণ নতুন অবস্থায় এ দুটি উড়োজাহাজ ক্রয় করেছিল। পরবর্তীতে মিশরে পর্যটন ব্যবসায় ধ্বস নামায় উড়োজাহাজ দুটি বসেই ছিল।
২০১৪ সালের ২৬ জানুয়ারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে প্রথম বরিশালে আসার পর রাশেদ খান মেনন-এমপি’র কাছে বরিশালবাসী বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করার দাবি করেছিলেন। ওইসময় মন্ত্রীর দেওয়া আশ্বাস অবশেষে বুধবার বাস্তবে রূপ নিয়েছে। এজন্য বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলবাসী প্রধানমন্ত্রী এবং বিমান ও পর্যটন মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের স্টেশন ম্যানেজার মোঃ বশির উদ্দিন জানান, টিকিটের মূল্যের সাথে সরকারি করমাত্র ৩২৫ টাকা যুক্ত করে টিকিট কেনাবেচা চলছে। অনলাইনেও যাত্রীরা টিকিট ক্রয় করছেন। তিনি আরো জানান, বাণিজ্যিক ও সেবার মনোভাব নিয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স বরিশাল-ঢাকার আকাশ পথে যাত্রা শুরু করেছে। পর্যায়ক্রমে বরিশাল বিভাগের সব জেলা শহরে টিকিট সেল্স অফিস খোলা হবে। টিকিটের চাহিদা বাড়লে সপ্তাহে ৭ দিনই বিমান ফ্লাইট চালানো হবে বলেও তিনি উল্লেখ করেন।