রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলার গরীব মেধাবী ৩৫৯ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। দুপুরে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন এই চেক বিতরণ করেন।
প্রতি বছরের মতো এ বছরও জেলার বিভিন্ন স্থান থেকে ৪শ’ ছাত্র-ছাত্রী বৃত্তির জন্য আবেদন করেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে ৩৫৯ জনকে বৃত্তির জন্য মনোনিত করা হয়। যার মধ্যে ৩২৬ জন এইচএসসি পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত ও মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং জেলা পরিষদ পোষ্য ৩৩ জন, যাদরে জন্য এইচএসসি পরীক্ষায় পয়েন্ট শিথিলযোগ্য ছিল।
চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা জয়ন্ত কুমার সিকদার, সচিব আরজুয়ারা বেগম ও সহকারী প্রকৌশলী এ.জেড.এম আহসান উল্ল্যা।