রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার শোলাখালী এলাকা থেকে গৃহবধূ রানী বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবর (৯ এপ্রিল) সকালে ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে স্বামী তোফায়েল আহম্মদ পলাতক রয়েছে। নিহত গৃহবধূ রানী বেগম একই উপজেলার চরবিকন্স গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী তোফায়েল আহম্মদ ও স্ত্রী রানী বেগমের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হত। বুধবার সন্ধ্যাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
রাত ১টার দিকে রানী বেগমের লাশ ঘরের খাটে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী তোফায়েল আহম্মদ পলাতক রয়েছে। পারিবারিক কলহের জের ধরে সে খুন হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে।