সাবেক মেয়র হিরনের প্রথম মৃত্যুবাষির্কী, বরিশালে নানা কর্মসূচি

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: আধুনিক বরিশালের রূপকার বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শওকত হোসেন হিরনের (আজ) বৃহস্পতিবার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই  দিনে ১৯ দিন লাইফ সাপোর্টে থাকার পর সকলকে কাঁদিয়ে মৃত্যুবরণ করেন তিনি।

Hiron=01
বরিশাল আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতার মৃত্যুর খবরে এ দিন দল মত নির্বিশেষে বরিশালনগরীসহ পুরো দক্ষিণাঞ্চলের জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল। মরহুমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীরা।

ইতিমধ্যে বরিশাল নগরী ছেয়ে আছে প্রয়াত এ নেতার অসংখ্য পোস্টার ফেস্টুন ও শোক তোড়নে। প্রিয় নেতার মৃত্যুতে আজ সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত ও  পুস্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ১১ টায় মরহুমের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল, দিনভর দলীয় কার্যালয়ে কোরানখানি, মাগরিব ও আসরবাদ কোরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়া দুস্থ্য ও এতিমদের জন্য খাবারের বাবস্থা করা হয়েছে। এছাড়া আগামিকাল শুক্রবার বরিশাল নগরীর ৩৭০ টি মসজিদে জুমাবাদ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

গত বছর ২২ সেপ্টেম্বর শনিবার রাত ১০টায় হিরন বরিশাল ক্লাবের সামনে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে দ্রুত শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ওই দিন রাত একটার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে ২৩ মার্চ রোববার তার মস্তিস্কে ‘ডিকমপ্রেসিভ ক্রানেকটমি’ নামে একটি অস্ত্রোপচার করা হয়। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ২৪ মার্চ সোমবার রাতে সাংসদ হিরণকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে মঙ্গলবার সকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে একটি অস্ত্রোপাচার করা হয়। সেখানে চিকিৎসা শেষে তার জ্ঞান না ফেরায় পুনরায় তাকে ঢাকা এ্যাপোলো হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় ৯ এপ্রিল হিরনের মৃত্যু হয়।