কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল : মিঠামইনে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাতিজাদের হাতে বৃদ্ধ চাচা খুন হয়েছেন। এলাকাবাসী জানায়, মিঠামইনের গোপদীঘি টানপাড়া গ্রামের আব্দুস সাত্তারের (৮৪) সঙ্গে তার ভাই সুরুজ আলীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল।
এর জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুরুজ আলীর ছেলে হাসমতের নেতৃত্বে হেলু, হাশেম আলী, রেনু, বাবুল, বাচ্চুসহ কয়েকজন দা আর কুড়াল দিয়ে কুপিয়ে আব্দুস সাত্তারকে তার ঘরেই হত্যা করে। হামলায় নিহতের স্ত্রী বকুলা বেগম (৭০), ছেলে জসিম (৪৫), কাশেম (৩৫) ও কুদ্দুস (৩০) এবং নিহতের ভাতিজা সোহরাবও (৫০) আহত হয়েছেন। বকুলা বেগম, জসিম ও সোহরাবকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠামইন থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।