রংপুরের কাউনিয়ায় ৩০পেট্রোলবোমাসহ শিবিরের ২ বোমা বিশেষজ্ঞকে আটক

রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকায় একটি কোচিং সেন্টারে পেট্রোলবোমা তৈরি করার সময় দুই শিবির বোমা বিষেশজ্ঞকে আটক করেছে পুলিশ। উদ্ধার করেছে ৮লিটার প্রেট্রোল  ৩০টি পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম।

RANGPUR PETROL BOMA (1)
একটি কোচিং সেন্টারে পেট্রোলবোমা তৈরি করার সময় দুই শিবির বোমা বিষেশজ্ঞকে আটক করেছে পুলিশ

কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানান, গোপন সংবাদের উপর ভিত্তিতে শুক্রবার সকাল ১১টায় মীরবাগ এলাকার গোল্ডেন টিউটরিয়াল হোম কোচিং সেন্টারে তল্লাসী চালিয়ে একটি কক্ষে পেট্রোলবোমা তৈরি করা অবস্থায় শিবির কর্মী আজিজুল ইসলাম এবং নুরল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে বোমা তৈরির এই সরঞ্জাম গুলোউদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জামায়াত নেতা কামরুজ্জামানের ফাঁসির রায়ের আদেশ কার্যকর হলে রংপুর শহরের বিভিন্ন গুরুপণূর্ণ স্থানে, রংপুর-ঢাকা ও রংপুর-লালমনিরহাট মহাসড়কে বড় ধরনের সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছিল তারা ।