লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০টি দোকানঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।
বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, রাত ১টার দিকে বাজারের একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বাজারের ৬০টি দোকানঘর মালামালসহ সম্পূর্ণ পড়ে ছাই হয়ে যায়। তিনি জানান, এ ঘটনায় প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে সহায়তা প্রদান করা হবে।