শেরপুর থেকে রেজাউল করিম: শেরপুরে জেলা পুলিশের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কমিউনিটি পুলিশ সমাবেশ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মেহেদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হায়দর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরু প্রমুখ ।
সমাবেশের আগে জেলার ৫টি উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশের সদস্য, বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে কমিউনিটি পুলিশের একটি বিশাল র্যালি শহরের থানা মোড় বঙ্গবন্ধু স্কয়ার থেকে মাধবপুর জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত সড়ক পদক্ষিণ করে। পরে প্রধান অতিথি ও উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন।