সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও মাংসসহ আটক ৮

বাগেরহাট থেকে বাবুল সরদার: পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জের নন্দবালা এলাকায় থেকে হরিণ শিকারের ফাঁদ ও মাংসসহ ৮ চোরা শিকারীকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার বন বিভাগের নিয়মিত টহলের সময় সুন্দরবনের নন্দবালা এলাকায় একটি ট্রলারকে সন্দেহ হলে ট্রলারটি আটক করে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ ও মাংস আটক করা হয়। আটককৃতদের বাড়ি বাগেরহাটের রামপালের শিকির ডাঙ্গা এলাকায় । শুক্রবার বিকালে আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো: আমীর হোসাইন চৌধুরী জানান, বন বিভাগের নিয়মিত টহলের সময় সুন্দরবনের নন্দবালা এলাকায় একটি ট্রলারকে সন্দেহ হলে আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ৭০ টি ফাঁদ ও কয়েক কেজি মাংস, ১টি ইঞ্জিন চালিত ট্রলার, ২টি ডিঙ্গি নৌকা ও দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়। বন বিভাগ জানায়, আটককৃত শিকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, হরিন, কুমিরসহ বিভিন্ন প্রাণী শিকার করে আসছিল বলে অভিযোগ রয়েছে।