কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: আলবদর কমান্ডার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ায় কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। রোববার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধারা পরস্পরকে মিষ্টিমুখ করান।
এসময় সবাই সম্মিলিতভাবে ‘মানবতার জয় হলো, কামারুজ্জামানের ফাঁসি হলো’ স্লোগান দেন। পরে শহরে আনন্দ মিছির বের করা হয়। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদ উল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাছিরউদ্দিন ফারুকী, অধ্যক্ষ গোলসান আরা বেগম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, ভূপাল নন্দী, আব্দুস সাত্তার বকুল, বোরহানউদ্দিন সুধা প্রমুখ।
শেরপুরে আনন্দ মিছিল করেছে জেলা জাসদ
শেরপুর থেকে হাকিম বাবুল: মানবতাবিরোধী অপরাধের দায়ে তৎকালীণ আলবদর কমান্ডার জামায়াত নেতা মুহম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় শেরপুরে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে জেলা জাসদ। ১১ এপ্রিল শনিবার রাত ১১ টার দিকে শহরের কালির বাজার কালেক্টরেট গেইটের সম্মুখ থেকে একটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন মিছিলে নেতৃত্ব দেন।
এদিকে, সেক্টর কমান্ডারস ফোরাম জেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, কামারুজ্জামানের কুকর্মের কারণে শেরপুর কলঙ্কিত হয়েছিল। আজ তার ফাঁসি কার্যকর হওয়ায় শেরপুরবাসী কলঙ্কমুক্ত হলো। রবিবার আমরা শেরপুরে আনন্দ মিছিল করবো। কামারুজ্জামানের নির্দেশে নিহত শহীদ গোলাম মোস্তফার ভাই ও ট্রাইব্যুনালের সাক্ষী মোশাররফ হোসেন তালুকদার বলেন, আমি আমার ভাই হত্যার বিচার পেলাম, রক্তের বদলা পেলাম। শেরপুর কলঙ্কমুক্ত হলো। আমরা শহীদ পরিবারের স্বজনরা প্রতিবছর এই দিনটিকে কলঙ্কমুক্ত দিবস দিবস হিসেবে পালন করব। গুলির মুখ থেকে বেঁচে যাওয়া ট্রাইব্যুনালের আরেক সাক্ষী মজিবুর রহমান পানু বলেন, টিভিতে কামারুজ্জাামনের ফাঁসি কার্যকরের সংবাদ দেখে আজ আমি খুব আনন্দিত। অবশেষে সত্যর জয় হয়েছে। ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া স্বার্থক হয়েছে।
শেরপুরে মুক্তিযোদ্ধাদের বিজয় মিছিল
কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হওয়ায় ১২ এপ্রিল রবিবার শেরপুরে বিজয় মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। শহরের রঘুনাথ বাজার সদর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে থেকে মুক্তিযোদ্ধাদের বিজয় মিছিলটি সকাল সাড়ে ১০ টার দিকে বের হয়ে হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম. নূরুল ইসলাম হিরু। মিছিলে জেলা সেক্টর কমান্ডারস ফোরাম নেতৃবৃন্দ সহ মুক্তিকামী জনতা অংশগ্রহণ করেন।
রংপুর জেলা আওয়ামী লীগের আনন্দ মিছিল এবং সমাবেশ
রংপুর থেকে জয়নাল আবেদীন: মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হওয়ার আনন্দে রোববার দুপুরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং তার অংগ সংগঠনের নেতাকর্মীরা রংপুর নগরীতে আনন্দ মিছিল এবং সমাবেশ করে।
নগরীর বেতপট্রি দলীয় কার্যালয় থকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে আসে। সেখানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি শফিয়ার রহমান শফি, সম্পাদক তুষার কান্তি মন্ডল, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন লাভলু, লক্ষিণ চন্দ্র দাস, মাহবুব হোসেন বাবলা, রবিউল ইসলাম রেজভি, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।