মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লীগে জগন্নাথপুর ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় জগন্নাথপুর ক্রীড়া সংস্থা টসে জিতে গাজীপুর ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। গাজীপুর ক্রিকেট ক্লাব ২০ ওভারে ১৯০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে জগন্নাথপুর ক্রীড়া সংস্থা ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। জগন্নাথপুর ক্রীড়া সংস্থার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করেন অনবদ্য ৬৪ রান।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য মোঃ আব্দুল মতিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও ক্রিকেট কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালানায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ কামাল উদ্দিন আহমদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শফিউল আলম চৌধুরী নাদেল। উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রাধেশ্যাম রায় চন্দন, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক সিপার উদ্দিন আহমদ, ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শ্রী কাবুল পাল প্রমুখ।