কুলাউড়ায় ১২টি অবৈধ করাত কল সিলগালা

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে শনিবার (১১ এপ্রিল) ১২ টি অবৈধ করাত কল সিলগালা করেছে। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান।

কুলাউড়া উপজেলায় দীর্ঘদিন থেকে পরিচালিত লাইসেন্সবিহীন ১২টি করাতকল সিলগালা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য বনবিভাগকে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয় প্রশাসন। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় টাস্কফোর্স অভিযানে নামে।

অভিযানে যাদের করাতকল সিলগালা করা হয় তারা হলো হিংগাজিয়ার আজাদুল, ব্রাম্মনবাজারের হাজী আঃ মতিন, লেছু মিয়া, জালালীয়া এতিম খানার স’মিল, শ্রীপুরের বদরুল হোসেন খান ও আকমল হোসেন, সিংগুরের মতিন মিয়া, ফুলেরতল বাজারের আতিকুল ইসলাম, রাউৎগাওয়ের খুরশিদ মিয়া, ফুলেরতল বাজারের মতিউর রহমান, ভাটেরার আলমগীর, বরমচালের জয়নুল ইসলাম জুনেদ।

টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা প্রভাত কুসুম আচার্য, বিজিবির চাতলাপুর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার তাইমুল, বন বিভাগের বিশেষ টহল বাহিনীর কর্মকর্তা কুলাউড়া রেঞ্জের সহযোগী কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন, নলডরী বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খান ও মুরাইছড়া বিট অফিসার চন্দন ভৌমিক প্রমুখ।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।