পাপ ছাড়ে না বাপরে!

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের ফকিরহাটের লখপুরের ভবনা গ্রামে পরকিয়ায় জড়িয়ে স্বামীকে হত্যার দেড় বছর পর সরোমা বেগম ও মোতালেব নামে তার প্রেমিকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সরোমার স্বামী ওহাব আলীর চাচাত ভাই জিলুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত প্রায় দেড় বছর আগে লখপুর ইউনয়নের ভবনা গ্রামের সরোমা বেগম তার প্রেমিককে সাথে নিয়ে স্বামী ওহাব শেখকে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এসময় তারা প্রচার চালায় ওহাব শেখ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। কিছুদিন পর সরোমা তার প্রেমিক মোতালেবকে বিয়ে করে স্বামী-স্ত্রী হিসাবে দীর্ঘ দেড় বছর সংসার করে।

এ অবস্থায় সাংসারিক নানা কারণে তাদের মধ্যে বিবাদ সৃস্টি হলে ছাড়াছাড়ির জন্য একটি বাড়িতে গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকে বসেন। সেই বৈঠকে ঘাতক স্ত্রী সরোমা বেগম স্বামী ওহাব হত্যার বিষয়টি ফাঁস করে দেয়। যা উপস্থিত শালিশদারগণ মোবাইল ফোনে রেকডিং করে। এ ঘটনায় মডেল থানায় নিহতের চাচাত ভাই জিলুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ সরোমা বেগম, মোতালেব ও সন্দেহজনক সহযোগী বাবুল ফারাজীকে আটক করে।

এ ব্যপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান আটকের ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় সেখানে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলাবলি করছে, পাপ ছাড়ে না বাপরে।