রায়পুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত, অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে মোঃ মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সিহাব (২২) নিহত ও ছাত্রলীগের কর্মী শাওন (২০) গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থলেই নিহত সিহাব জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক চৌধূরী ওয়াদুদ মৃধ্যার ছেলে। সে ঢাকা তেজগাঁও কলেজের ১ম বর্ষের ছাত্র। আহত শাওন ছাত্রলীগের কর্মী।

Raipur (Lakshmipur) News 12-04-2015 Pic
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সচেষ্ট রয়েছে

রোববার (১২ এপ্রিল) দুপুরে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া রবিদাসেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে ঘটনাস্থল অতিক্রম করার সময় একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। মুমূর্ষ অবস্থায় শাওনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহপাঠী ও ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ঘাতক ট্রাকে অগ্নিসংযোগ ও শহরের বাসস্ট্যান্ডে ১৪/১৫টি গাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। প্রতিবাদে বিক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও মালিকরা সড়কে গাড়ি রেখে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা ও রায়পুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে রাখে। ওই সময় দু’পক্ষে চরম উত্তেজনা দেখা দেয়। বাসস্ট্যান্ডে শ্রমিকরা ও থানার সম্মুখে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। পুলিশ দু’পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম, ওসি একেএম মনজুরুল হক আকন্দ ও ডিবির ওসি আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ এসে সড়কের অবরোধ তুলে দিলে যান চলাচল শুরু হয়।

রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। ড্রাইভারকে গ্রেফতারের চেষ্টা চলছে। উত্তেজিত নেতাকর্মী ও শ্রমিকদের অবরোধ তুলে নেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সচেষ্ট রয়েছে।