লক্ষ্মীপুর থেকে আতোয়ার রহমান মনির: লক্ষ্মীপুরে আলোচিত মাদ্রাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেফতাকৃত মোঃ গোলাম রহমান পিন্টু (২৭) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার খাগুড়িয়া গ্রামের মজিবুল্লাহ ছেলে ও জালিয়াকান্দি মানারখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি। তাকে রোববার ভোররাতে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর সদর উপজেলার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ৯ এপ্রিল জালিয়াকান্দি মানারখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসা যাবার পথে প্রধান আসামি পিন্টুসহ তার বন্ধু মিলন ও দেলোয়ার সিএনজি অটোরিকসাযোগে তুলে নিয়ে যায়। তারা মাদ্রাসাছাত্রীকে পালাক্রমে ধষর্ণ করে হেদায়াত উল্লার পরিত্যক্ত বাড়িতে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ অপহৃত মেয়েটিকে উদ্ধার করেন।
দাসের হাট পুলিশ ফাঁড়ীর এসআই আব্দুল রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারের পর ডাক্তারি পরীক্ষা শেষে সিজ্ঞাসাবাদে সে সব ঘটনা খুলে বলেন।
এ ঘটনার মামলায় অভিযুক্ত পিন্টুসহ তার বন্ধু মিলন ও দেলোয়ারের নাম উল্লেখ রয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি পিন্টুকে গ্রেফতার করেছে।