কুলাউড়ায় বজ্রপাতে বউ-শাশুড়ির মৃত্যু

মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে রোববার (১২ এপ্রিল) বজ্রপাতে ঘরের ভেতরে থাকা শাশুড়ি দুলবি বিবি (৬০) ও তার ছেলের বউ ছইফা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সকাল সাড়ে ৬টায় বৃষ্টির সাথে বজ্রপাত হয়। অগ্নিকুণ্ডে মতো বজ্রপাতটি হাজীপুর গ্রামের মৃত সাইফ উল্যার ঘরের উপর পড়ে। এ সময় ঘরে অবস্থানরত দুলবি বিবি ও তার ছেলে রিকশাচালক বারিক মিয়ার স্ত্রী ছইফা বেগম মারা যান। বজ্রপাতে তাদের শরীরের বেশ কিছু অংশ ঝলসে যায়। নিহত দুলবি বিবির  এক ছেলে ও দু মেয়ে এবং ছইফা বেগমের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আলী  জানান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।