খুলনা থেকে সোহরাব হোসেন: খুলনার কয়রা উপজেলায় নিতেশ মন্ডল (২২) নামের এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা চাচাতো ভাই হিরণ মন্ডল ও বোন বাসন্তি মন্ডল আহত হন। তারা জায়গিরমহল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ৩টার দিকে ২ নং কয়রার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ বিকেলে জানান, দুপুরে হালকা ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলে নিতেশ নিহত হন। আহত তার চাচাতো ভাই ও বোনকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়।