রংপুর থেকে জয়নাল আবেদীন: জন্মের পর থেকে ১৮০দিন অর্থাৎ ৬ মাস শিশু মায়ের দুধ খেলে শতকরা ১৩ ভাগ শিশুর মৃত্যুরোধ করা সম্ভব। একই সাথে শিশুর সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার মধ্য দিয়ে সুন্দর ভবিষ্যতের ভীত আরো দৃঢ় হবে। এ জন্য মায়ের পাশাপাশি পুরো পরিবারের সদস্যদের আরো সচেতনতা বাড়াতে হবে। সোমবার দুপুরে রংপুর জেলা পরিষদ হল রুমে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন আয়োজিত ‘শিশুর খাবার ও মায়ের পুষ্টি’ বিষয়ক কর্মশালায় বক্তারা এ তথ্য জানান।
রংপুর প্রেসক্লাব সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় রংপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, আইওয়াইসিএফ’র প্রজেক্ট অফিসার মো: সাকিব, সহকারী প্রজেক্ট অফিসার এনামুল হাসান, সাংবাদিক লিয়াকত আলী বাদল, আব্দুস শাহেদ মন্টু, সাংবাদিক জয়নাল আবেদীন, মাহবুবুল ইসলাম, মাহবুব রহমান হাবু বক্তব্য রাখেন।
কর্মশালায় বক্তারা জনস্বাস্থ্য পুষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, মায়ের গর্ভে শিশুর অবস্থান নিশ্চিত হবার পর থেকেই পরিবারের মধ্যে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়। কিন্তু অনেকেই আছেন যাঁরা শিশুর জন্ম পরবর্তী করণীয় বিষয়ে খুব একটা ভাবেন না। এজন্য দেখা যায় পুষ্টিহীনতায় ভোগে এমন মায়ের সদ্য জন্ম নেওয়া শিশু পূর্ণ ৬ মাস দুধ খাওয়া থেকে বঞ্চিত হওয়ায় মৃত্যুর হারও বেড়ে যায়। এ জন্য শিশুর জন্মের পর থেকে পূর্ণ ৬ মাস মায়ের দুধ পেলে শতকরা ১৩ ভাগ শিশুর মৃত্যুরোধ করা সম্ভব।
কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন গণমাধ্যমকর্মী, নেতৃবৃন্দ অংশ নেন।