ধনবাড়ীতে বিপুল পরিমাণ বিনামূল্যে বিতরণের সরকারি বই জব্দ

মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ আবু এহসান: টাঙ্গাইলের ধনবাড়ীতে রোববার মাধ্যমিক স্তরের বিনামূল্যে বিতরণের জন্য চলতি বছরের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের  বরাদ্দকৃত ৫ ভ্যান ভর্তি সরকারি বই উপজেলা প্রশাসন জব্দ করেছে। জব্দ করা বইগুলো ধনবাড়ীর জনৈক ব্যবসায়ী শাহ আলম ওরফে গুদু ময়মনসিংহের ভালুকা উপজেলা শিক্ষা অফিস থেকে কিনে আনে বলে জানায়।

ধনবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাধ্যমিক স্তরের (৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত) বিনামূল্যে বিতরণের জন্য চলতি বছরের রবাদ্দকৃত বিপুল পরিমাণ বই উপজেলার উখারিয়াবাড়ী থেকে জব্দ করা হয়। এ সময় ধনবাড়ীর ব্যবসায়ী উখারিয়াবাড়ী গ্রামের মোঃ আঃ ছালামের ছেলে মোঃ শাহ আলম ওরফে গুদুকে (৩৫) আটক করা হয়।

আটক ব্যবসায়ী শাহ আলম ওরফে গুদু ধনবাড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও এর জিজ্ঞাসাবাদে জানায়, সে বইগুলো মায়মনসিংহ জেলার ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মোঃ আলমের নিকট থেকে মাত্র ১১ হাজার টাকায় কিনে আনে।

এ ব্যাপারে ইউএনও তোফাজ্জল হোসেন জানান, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হবে। এত বড় অপরাধ কোনক্রমেই ক্ষমা করা যায় না।