রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর শাহ মখদুম এলাকায় এক জামায়াতকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে খড়খড়ি বাইপাস এলাকার মাঠে লাশটি পাওয়া যায়। নিহত ওই জামায়াতকর্মীর নাম শহিদুল ইসলাম। তার বাড়ি নগরীর শাহ মখদুম থানার ভাড়ালীপাড়া এলাকায়। শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, এলাকাবাসী শহিদুলের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সে কীভাবে গুলিবিদ্ধ হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে শিবিরের প্রচার সম্পাদক রায়হানুল পারভেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শনিবার রাত দুইটার দিকে নওদাপাড়া এলাকার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশ শহিদুলকে আটক করেছিল। আজ ভোরে তার লাশ পাওয়া যায়।
পুলিশ জানায়, শহিদুল ইসলাম শিবিরের দুর্ধর্ষ ক্যাডার ছিলেন। শালবাগান এলাকায় অস্ত্র কেড়ে পুলিশের ওপর হামলা, শালবাগান বাজারে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীরের ওপর হামলার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দেন। সম্প্রতি তিনি শিবির থেকে জামায়াতের কর্মী হয়েছিলেন।