লক্ষ্মীপুর থেকে বেলাল হোসেন জুয়েল: লক্ষ্মীপুরের রামগতিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মো. ইস্রাফিল সজীব (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের আরও পাঁচ জন। জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চরপোড়াগাছা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইস্রাফিল ওই এলাকার মো. নুর ইসলামের ছেলে।
এলাকাবাসী জানান, ওই এলাকার সরকারি বাঁধের উপর একটি দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় নুরুল ইসলাম ও আবদুল বাছেতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে সোমবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। তাদের মধ্যে ইস্রাফিলকে নোয়াখালী মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আযাদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।