ঝিনাইদহে জামায়াত-বিএনপির ৪ নেতাকর্মী আটক

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহের কালীগঞ্জে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়াতের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল থেকে শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, হরতাল অবরোধে নাশকতার পরিকল্পনা করছে এমন আশংকায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। সে সময় শৈলকুপা উপজেলা থেকে এক বিএনপি কর্মী ও হরিণাকুন্ডু উপজেলা থেকে তিন জামায়াত কর্মীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।