দিনাজপুর থেকে রতন সিং: নাশকতা মামলার আসামি জামায়াত-বিএনপির ছয় কর্মীকে পুলিশ সোমবার দিনাজপুরে গ্রেফতার করেছে। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, সকালে নাশকতা মামলার পলাতক এসব আসামিদের পুলিশ গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আটক ছয় জনের মধ্যে পাঁচ জন জামায়াতের ও একজন বিএনপির কর্মী। ঘোড়াঘাট ও চিরিরবন্দর উপজেলায় দুই জন করে চার জন এবং হাকিমপুর ও নবাবগঞ্জে একজন করে দুই জনকে গ্রেফতার করা হয়।