শেরপুর থেকে হাকিম বাবুল: বাংলা নববর্ষ বরণ উপলক্ষে শেরপুরে ‘শিশু আনন্দ মেলা ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা শিশু একাডেমি ১৩ এপ্রিল সোমবার এ আনন্দ মেলা ও প্রতিযোগিতার আয়োজন করে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম হোসেন শিশু আনন্দ মেলা ও প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদিকা কহিনূর বেগম বিদ্যুৎ, নির্বাহী সদস্য নাসরিন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দৌড়, বৌচি, মাড়গ লড়াই, হাড়ি ভাংগা, ঘুড়ি উড়ানো, স্কিপিং, যেমন খুশি তেমন সাজসহ ১৩টি বিষয়ে গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। এতে শহরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।
এদিকে, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভ চত্বরে সোমবার বিকেলে চৈত্র সংক্রান্তি উপলক্ষে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিববেশন করে।