বরিশালে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: শেষ চৈত্রের অসহনীয় গরমে আকস্মিকভাবে বরিশালে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত দু’দিন থেকে শিশু ও বয়স্ক ব্যক্তিরা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভীড় করছেন। বরিশাল সদর জেনারেল হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখন হাসপাতালের বারান্দা ও মেঝেতে অবস্থান নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

1
বরিশাল জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বাড়ছে

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রচন্ড গরম ও বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এক’শ শষ্যার বরিশাল সদর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে দুইজন পুরুষ ও দুইজন মহিলা রোগীর জন্য বেড বরাদ্দ থাকলেও এখানে বিশেষ ব্যবস্থায় ১৫টি বেড রয়েছে। গত দু’দিন থেকে গড়ে প্রতিদিন ডায়রিয়া ওয়ার্ডে ২০ থেকে ২৫ জন রোগী ভর্তি হওয়ায় বেড সংকটে রোগীরা এখন হাসপাতালের মেঝে ও বারান্দায় অবস্থান নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন।

সূত্রে আরো জানা গেছে, বরাদ্দকৃত বেডের অনুপাতে অল্প পরিমান ওষুধসহ যাবতীয় সব কিছু সরবরাহ করা হয়। তা দিয়েই বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা গরীব ও অসহায় রোগীরা বিপাকে পরে প্রতিনিয়ত বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন। অপরদিকে এখনও হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের বিষয়টি স্বাভাবিক হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন নলছিটির মোল্ল¬ারহাট থেকে আসা রোগী মনুজা বেগম (৫৫) জানান, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার রাতে এ হাসপাতালে ভর্তি হয়েছেন। সাহেবেরহাট চন্দ্রমোহনের বাসিন্দা আলম বেপারী (৪২) জানান, তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালের বারান্দায় অবস্থান নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। তিনি আরো জানান, হাসপাতাল থেকে খাবার স্যালাইন ছাড়া সরকারিভাবে অন্যকোনও ওষুধ না দেওয়ায় বাধ্য হয়েই সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।

হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের নার্স ইনচার্জ সোনিয়া বেগম বলেন, প্রতি বছর সবচেয়ে বেশি ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় এপ্রিল ও মে মাসে। কিন্তু এ বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো জানান, চলতি মাসের শুরু থেকে সোমবার পর্যন্ত হাসপাতালে ২০৪ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালের বরাদ্দকৃত ডায়রিয়ার ৪ বেডের ওয়ার্ডে ২৫ জন রোগী ভর্তি রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, একইভাবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার প্রতিটি উপজেলা হাসপাতালগুলোতে গত দুই দিন থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শেবাচিম হাসপাতালের চিকিৎসক ও শিশু বিশেষজ্ঞ ডাঃ তালুকদার মুজিব বলেন, অসহনীয় গরম, বিদ্যুতের অব্যাহত লোডশেডিং ও পানিবাহীত জীবানুর কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ রোগ থেকে নিরাপদ থাকতে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা, যত্রতত্র খাবার গ্রহণ না করা ও বিশুদ্ধ পানি পান করার জন্য সকলকে পরামর্শ দিয়েছেন।