বরিশালে নানা উৎসবে বর্ষবরণ

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতির প্রতিবাদ এই ভাবনায় ও নানা আয়োজনে বরিশালে ১৪২২ বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া সাতটায় ব্রজমোহন বিদ্যালয়ের তমাল তলায় প্রবীণ সংস্কৃতিজন নিখিল সেন প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, মহাকাল অনন্ত, নতুন বর্ষ তারই অংশ। বাঙালীর চরিত্র মাথা নোয়াবার নয়। তাই নতুন বছরের নতুন প্রাতে তিনি মনে করেন সকল প্রতিকূলতা দূর করে এগিয়ে যাবে বাংলাদেশ।

Barisal news, file-1 New year reception-14.04.15
বরিশালে চারুকলার নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়

এরপর উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা এসো হে বৈশাখ এসো এসো এই সংগীতের মধ্যদিয়ে প্রভাতী অনুষ্ঠানের সূচনা করেন। জাতীর সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন চারুকলা বিদ্যালয়ের দুই সংগঠক। শিশুদের হাতে রাখি পড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শহীদুল আলম ও প্রবীণ সংস্কৃতিজন মুজতবা আলী। ঢাক উৎসবের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী। সাড়ে আটটায় বিএম বিদ্যালয় থেকে চারুকলার নেতৃত্বে শত শত মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে সাংসদ তালুকদার মো. ইউনুচসহ রাজনৈতিক, সাংস্কৃতিজনকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
Barisal Photo=01-14.04
নতুন বর্ষকে বরণের জন্য অনেক আলো জ্বালাতে হবে মনের অন্ধকারে এই প্রত্যয় নিয়ে খেলাঘর সকাল সাতটা থেকে অশ্বিনী কুমার হল চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রান্তিক সংগীত বিদ্যালয় সকাল ১০ টায় আয়োজন করে প্রীতি সম্মেলনের। এছাড়াও জেলা প্রশাসন সার্কিট হাউসে সকাল আটটায় পান্তা ইলিশ এবং শিশু একাডেমি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ব সাহিত্য কেন্দ্র  সকাল দশটায় ব্যাপ্টিস্ট মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে পান্তা ইলিশ ও বর্ষবরণ উৎসব। টিআইবি দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শন করে।

বর্ষবরণ উপলক্ষে তিন দিনের মেলা থাকছে উদীচী শিল্পী গোষ্ঠির আয়োজনে বিএম স্কুল মাঠে, চাঁদের হাটের মেলা হচ্ছে আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে এবং শিশুদের জন্য প্লানেট ওয়ার্ল্ডে  তিন দিনব্যাপী অনুষ্ঠান থাকছে। আর চারুকলার দুই দিনের অনুষ্ঠানে সিটি কলেজ মাঠে থাকছে লোকজ অনুষ্ঠান জারি ও কবিগান। একইভাবে শব্দাবলী বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে লাঠি খেলার মধ্যদিয়ে বাংলা বর্ষবরণের তিন দিনের উৎসব শুরু করবে। অনুষ্ঠান নির্বিঘেœ সম্পন্ন করতে নগর জুড়ে র‌্যাব পুলিশের বাড়তি নিরাপত্তা রয়েছে।